আকাশ কালো মেঘে

20

রাকিবুল হাসান রাকিব

আকাশে কালো মেঘের ভেলা ভাসে।
নীলাকাশের নীড়ে।।
হাওয়ায় হাওয়ায় মেঘের ভেলা দোলে।
দিক দিগন্তে ফিরে।।
কত মানুষ নীলাকাশে তাকিয়ে রবে।
রংধনুর সাত রঙে।।
যখন বিকেল বেলার সময় দেখাদিবে।
মেয়েরা জানালা খোলে।।
একটু গম্ভীর হয়ে কিছুক্ষণ তাকিয়ে।
চোখে কাজল দিবে।।
তারপর ইচ্ছে হলে তার আপন মনে।
রংধনুর রঙে সাজিবে।।
রিমঝিম বৃষ্টি হলে একা গান করবে।
মনের আহ্লাদে মেতে।।
কত মানুষেরা আকাশ কালো দেখে।
একাএকা ভয় পাবে।।
কেউ বর্ষাকাল চলে গেলে আনমনে।
বাহিরে তাকিয়ে রবে।।