তুমি আসবে বলে

24

উসামা বিন আইয়ুব

কতো রঙ কতো ঢঙএ মনের ঘরে,
উঁকি মারে চুপিসারে কে বা রাখে খোঁজ,
নানা ফুল খেয়ে দোল দেখো যায় ঝরে,
নবসাজে শত কাজে তবু দেখি রোজ।

আমি এই তুমি সেই অচেনার ভানে,
খুঁজে ফিরি দুখে মরি কাছে তুমি নেই,
আশা আজ কেন লাজ গেয়ে যায় গানে,
ফিরে চাও খুঁজে নাও এনেছিতো এই।

কালো ফুলে সাদা ফুলে গেঁথেছিতো মালা,
দেখে যাও যদি চাও মনে গেঁথে রেখো,
মনে আছে ছিলে কাছে কত দিলে জ্বালা,
চোখে ভাসে মনে আসে চুপিচুপি দেখো।

কত আশা মনে বাসা আলো গেছে নিভে,
কবে এসে ভালোবেসে বুকে টেনে নিবে।