জেলা আওয়ামী লীগ : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বলেছেন, শেখ কামাল অফুরন্ত-অনিঃশেষ প্রাণশক্তির অধিকারী ছিলেন। বিরমহীনভাবে ছুটে চলা এই উদ্দীপ্ত কর্মনিষ্ঠ প্রাণের স্পন্দনকে চিরতরে স্তব্ধ করে দেয় খুনী ঘাতক চক্র। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকচক্র শেখ কামালকে হত্যার মধ্য দিয়ে শুধু এক প্রতিশ্রুতিশীল তারুণ্য বা যুব অহংকারকেই হত্যা করেনি, হত্যা করেছিল ভবিষ্যৎ বাংলাদেশের এক সম্ভাবনাময় নেতৃত্বকে।
তিনি আরো বলেন, সেদিন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপরও শেখ হাসিনাকে হত্যার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষের অধিকার আদায় ও আমাদের সামগ্রিক মুক্তির পথ প্রদর্শক হিসেবে শেখ হাসিনা এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পরম করুণাময়ের অশেষ কৃপায় বেঁচে আছেন।
বুধবার (৫ আগষ্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মাহফুজুর রহমান, কবির উদ্দিন আহমদ, এডভোকেট রঞ্জিত সরকার, এমাদ উদ্দিন মানিক, ইফতিয়ার হোসেন পিয়ার, এ আর সেলিম, বদরুল ইসলাম জাহাঙ্গীর, আবদাল মিয়া, শহিদুর রহামান শাহিন, নুরে আলম সিরাজী, মোঃ শাহনুর, শামশের জামাল, মজির উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী।
এদিকে সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট বুধবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের শহীদানের জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করা হয়। দোয়া মাহফিলে সদ্য প্রয়াত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহীর আত্মার শান্তি কামনা করা হয় এবং সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তার সহধর্মিনীর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, এডঃ মোঃ রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, আব্দুর রহমান জামিল, এডঃ সৈয়দ শামীম আহমদ, জোবের খান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, অ্যাড. গোলাম সোবহান চৌধুরী দিপন, কাউন্সিলর এডঃ সালেহ আহমদ সেলিম, নজমুল ইসলাম এহিয়া, জামাল আহমদ চৌধুরী, আব্দুস সোবাহান। মাজার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তপন মিত্র ও বিধান কুমার সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবজাদ হোসেন আমজাদ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, এডঃ আব্দুর রকীব বাবলু, সোয়েব আহমদ, এডঃ জাহিদ সরোয়ার সবুজ, ইমরুল হাসান, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ ছিদ্দেক আলী, জুনেদ আহমদ শওকত, মোঃ ওয়ারিছ মিয়া, এডঃ মোস্তাফা দেলোয়ার আজাহার, মুফতি আব্দুল খাবির, জায়েদ আহমদ খান সায়েক, শেখ সুহেল আহমদ কবীর, সোয়েব বাসিত, সালেহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি