মো.শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আপনাদের খোঁজ-খবর রাখেন। সরকারের উন্নয়নমূলক কাজে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে পায়ে জুতা নেই। পরনে ছেড়া জামা। এ ধরণের সাধারণ মানুষ অফিসে আসলে সবার আগে তাদেরকে সার্ভিস দিতে হবে। সাধারণ মানুষকে কোন অস্থায় হয়রানী করা যাবে না।
৪ আগষ্ট মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদেী হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহদাত হোসেন ভূঁইয়া, উপ-প্রকৌশলী সাইফুদ্দিন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রব, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, ও সৈয়দ সাবির মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক রুহেল আহমদ প্রমুখ। এছাড়া জগন্নাথপুর থানার নতুন ভবন পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান, বৃক্ষরোপণ, বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করেন এবং আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। এসব পৃথক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।