নবীগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

72

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে বিলাস-বহুল লন্ডন এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাস ও পাথর বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ ১০জন আহত হয়েছেন। এ সময় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। গুরুতর আহত অবস্থায় বাস চালক ও হেলপারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের পরিচয় জানা যায়নি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রা.) মাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উলে¬খিত সময়ে সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাক ঢাকা মেট্রো (ট ২০-৯২০৮) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রা.) মাজারের নিকটে পৌঁছামাত্রই একটি মাল বুঝাই পিকআপ ভ্যান (সিলেট মেট্রো (ন ১১-০১৮৯) কে ওভারটেকিং করতে গেলে বিপরীত দিক থেকে আসা বিলাসবহুল যাত্রীবাহী লন্ডন এক্সপ্রেস পরিবহনের বাস ঢাকা মেট্রো (ব ১৫-৩৩২৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় বাস ও ট্রাকের গ¬াস ও সামনে অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ সময় প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বাসচালক ও হেলপারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অপর আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। পরে প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শেরপুর হাইওয়ে থানা পুলিশের এএসআই জহিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।