কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত এনাম ডাকাত (৩০) কে গ্রেফতার করেছে। এনাম উদ্দিন সদর ইউপির গৌরিপুর গ্রামের মৃত শফিকুল হকের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস. আই পান্না লাল দেব একদল পুলিশ নিয়ে কানাইঘাট পূর্ব বাজারস্থ ডাক বাংলো এলাকায় অভিযান চালান। এসময় এনাম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পারে নি।
পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি মতে পুলিশ তার নিজ বাড়ী থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ছুরা উদ্ধার করে। পরে এস.আই পান্না লাল দেব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন, মামলা নং- ০৩, তাং- ০৫/০৯/২০১৮ইং।
এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এস.আই স্বপন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত এনাম ডাকাত কানাইঘাট বাজারসহ বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় চুরি-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে এনাম ডাকাত গ্রেফতার হওয়ায় এলাকাবাসীসহ কানাইঘাট বাজারের ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। মামলার তদন্তকারী অফিসার এস.আই রাজীব মন্ডল এনাম ডাকাতকে বুধবার (০৫ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করেছেন।
তদন্তকারী অফিসার জানান, এনাম ডাকাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।