কুয়েতে ঢুকতে বাংলাদেশসহ ৭ দেশের নাগিরককে নিষেধাজ্ঞা

45

কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশ, ইরান, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের বাসিন্দাদের প্রবেশ নিষিদ্ধ করেছে কুয়েত সরকার।
বৃহস্পতিবার ভোরে কুয়েতের পত্র পত্রিকায় নিউজটি প্রকাশিত হয়, দেশটির বিখ্যাত মিডিয়া আল রাই দৈনিকের বরাতে সূত্রে জানা গেছে, কুয়েত সরকার করোনা প্রাদুর্ভাব রোধে এই সিদ্ধান্ত নিয়েছে।
কুয়েত প্রবেশে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইরান, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের বাসিন্দাদের ।
সরকারি যোগাযোগ কেন্দ্র বলেছে যে, মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং নেপালের নাগরিক ছাড়া বাকী দেশের নাগরিক ও বাসিন্দাদের কুয়েতে ভ্রমণ করার অনুমতি দেওয়া হবে।
সরকারি মুখপাত্র আরও বলেন, ভ্রমণকারীদের স্বাস্থ্যের প্রয়োজনীয়তা এবং বেসামরিক বিমান পরিবহনের সাধারণ প্রশাসনের প্রয়োজনীয়তা মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।