রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটন’র উদ্যোগে কোভিড ১৯ প্রিভেনটিভ ঔষধ বিতরণ

12

রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটন এর উদ্যোগে সিলেটের দলদলি চা বাগানে তিন শতাধিক পরিবারের প্রায় এক হাজার লোকের জন্য নজরুল হোমিও মেডিকেয়ার, রহমান টাওয়ার স্টেশন রোড এর পক্ষ হতে ডাঃ মোঃ নজরুল ইসলামের আর্থিক অনুদানে কোভিড ১৯ প্রিভেনটিভ ঔষধ ২৯ জুলাই বুধবার বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ মোঃ কামরুল ইসলাম পিএইচএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ মনসুর আহমদ আরএফএসএম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান ডাঃ বেলাল উদ্দিন আহমদ এমপিএইচএফ, এমডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী পিএইচএফ এবং জুনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি কপিল উদ্দিন বাবলু আরএফএসএম। উক্ত অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান ডাঃ মোঃ আব্দুর রাকিব এবং আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি ডেপুটি গভর্ণর ইফতিয়াক হুসাইন মন্জু, রোটারিয়ান পিপি এম সাহেদ হুসাইন, রোটারিয়ান আইপিপি মোঃ মামুনুর রশীদ, রোটারিয়ান পি ই এস এম বোরহান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ,ট্রেজারার রোটারিয়ান খালেদ আহমদ আরএসএম, রোটারিয়ান মিন্টু রন্জন দে, রোটারিয়ান জয়নাল আবদিন, রোটারিয়ান বাবুল শেখ, রোটারিয়ান মোঃ আসিম আহমেদ আরএফএসএম, মোহাম্মদ সিদ্দিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি