বাদলা দিনে

33

কবির কাঞ্চন

বৃষ্টি এলে এই শহরে
গরীব কেন হাসে
রহমতের বারি ঝরে
আষাঢ় শ্রাবণ মাসে।

সুযোগ পেয়ে নেয় যে পানি
মনের সুখে ভরে
দাম চায় না কেউ যে তার
যতোই পানি ধরে।

ঘরের সকল পাত্র ভরে
এদিকওদিক ছুটে
হাড়ি পাতিল কিবা বোতল
ভাগ্যে যাহা জুটে।

ধনীলোকে বাদলা দিনে
মজার খাবার রাঁধে
কাজের সুযোগ পায় না বলে
গরীব আবার কাঁদে।