সিলেটে প্রাথমিক বিদ্যালয়ে হলদেপাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সমন্বয় সভা

16

 

প্রাথমিক বিদ্যালয়ে হলদেপাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সম্পাদক শাহানা জাফরীন রোজী, জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফেরদৌস আরা কামাল, জেলা ট্রেজারার শামীমা আক্তার নেভি।
প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খাদিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সৈয়দ হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছম্পাদে, বুরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম, সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরকন্ঠ দাস, বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রীতি রায়, নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা, আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ কুমার পাল, আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইন আলী, হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী রানী দেবী, রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী দেব, মোনিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম, আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জুশ্রী মঞ্জু, অফিস কর্মকর্তা মো. নাজির হোসেন, অফিস সহকারি মো. মানিক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি