দুর্গত এলাকায় রোগ-ব্যাধি

26

প্রাকৃতিক দুর্যোগ বন্যায় সিলেটের মানুষের দুর্গতির শেষ নেই। বন্যার পানি ধীরে-ধীরে কমতে শুরু করলেও দুর্গতি বেড়ে চলেছে। প্রতিটি পরিবারে খাদ্য-দ্রব্যের অভাবসহ নানা ধরনের রোগ-ব্যাধির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যা-দুর্গত এলাকায় রোগ-ব্যধি রোধে কতটুকু পদক্ষেপ নেয়া হয়েছে, তা সে সম্পর্কে অবগত নয় বানভাসী মানুষ। এ নিয়ে রয়েছে তাদের মধ্যে হতাশা। অনেকের মতে বন্যা-দুর্গত মানুষের জন্য রোগ-ব্যাধি থেকে রক্ষায় পদক্ষেপ নেয়া জরুরী।
সিলেট অঞ্চলে চলতি বর্ষা মৌসুমে বার-বার বন্যার আঘাতে মানুষজন চরম দুর্ভোগের মধ্যে জীবন-যাপন করছেন, এ দুর্ভোগের মধ্যে বন্যাত্তোর সময়ে বিশুদ্ধ খাবার পানির অভাব তো রয়েছে, অনেক এলাকায় বিশুদ্ধ পানির সুব্যবস্থা নেই। বন্যার্ত লোকজন বিশদ্ধ পানির অভাবে দূষিত পানি পান করে ডায়রিয়া সহ নানা ধরনের পেটের অসুখে ভোগতে হচ্ছে, এ ছাড়া ও সর্দি, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগ-ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়ায় বানভাসী মানুষকে আরও বিপর্যস্ত করে তুলেছে।
সিলেট অঞ্চলে বার-বার বন্যার ফলে অনেকে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তারা চান দুর্গত এলাকায় সক্রিয় মেডিকেল টিমের তৎপরতা জোরদার করা, গ্রামে-গ্রামে পানি বিশুদ্ধ করন ঔষধ, পানিবাহিত রোগ প্রতিরোধের ঔষধ সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা। গ্রামীণ স্বাস্থ্য বিভাগের কর্মীদেরকে কর্মতৎপরতা জোরদার করা খুবই প্রয়োজন।
বন্যা দুর্গত এলাকার দুর্গত মানুষের কল্যাণার্থে সরকারের বিভিন্ন উদ্যোগের সাথে-সাথে বেসরকারী সংস্থাসহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসা সকল মহলের প্রত্যাশা।