বিশেষ ফ্লাইটে সৌদি ও কাতার থেকে ফিরেছেন ৮১২ জন

18

কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দা ও কাতারের দোহাতে আটকা পড়া ৮১২ জন বাংলাদেশি দুটি বিশেষ ফ্লাইটে শনিবার দেশে ফিরেছেন।
রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আলাদা ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসেছে।
জেদ্দা ও দোহা থেকে এসব বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, একটি চার্টার্ড ফ্লাইটে ৩৯৮ জন সকাল ৬টা ১৫ মিনিটে জেদ্দা থেকে দেশে এসেছেন। অন্য একটি চার্টার্ড ফ্লাইট ৪১৪ জনকে নিয়ে জেদ্দা থেকে ঢাকায় সকাল সাড়ে ৯টায় দেশে আসে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, জেদ্দা ও দোহা থেকে দেশে ফেরা এসব বাংলাদেশি নাগরিকের সঙ্গে করোনামুক্ত সনদ থাকায় প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশি নাগরিকরা পর্যায়ক্রমে দেশে ফিরে আসছে।
ইতিমধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, ইতালি, মাল্লীপ, নেপাল ও বাহরাইনসহ আরও অন্যান্য দেশ থেকে অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন।