মু. আব্দুল কাদির জীবন
স্বাধীন তুমি
স্বাধীন আমি
স্বাধীন বাংলার সবাই
স্বাধীন থাকবে দেশ যত দিন
শান্তি পাব আমরাই।
ত্রিশ লক্ষ শহীদ হলো
দেশ স্বাধীন হওয়ার জন্য
অনেক মা-বোনের ইজ্জত হয়েছিল
ভোগ বিলাষী পণ্য।
আজো কি দেশ স্বাধীন রয়েছে
আমার মনে কত প্রশ্ন জন্ম নিয়েছে
কবে কাটবে আঁধার
এখনো রয়েছে শত বাধার পাহাড়।
স্বাধীনতা তুমি কার?
যে তোমায় ডাক দিয়েছিল
আর বন্দুক তাক করে বসেছিল?
কেউ যদি বলে এটা তার একা
আমি বলি সে অনেক বোকা
যদি বলে স্বাধীনতা সবার
থাকবো আমি তার সাথে অঙ্গীকার।