কুরবানি

22

শিমুল হোসেন শূন্য

একটি বছর পরে এলো কুরবানির ঐ ঈদ
ব্যস্ত সবাই কিনতে পশু নেইতো চোখে নিদ,
বকরি, গরু অনেক হবে কুরবানিতে জবাই
তারচে বেশি দিতে পারো মনে রেখো সবাই।

নিয়ত তবে সঠিক করো একশো ভাগই খাঁটি
নইলে সকল চেষ্টা তোমার একেবারেই মাটি,
পাপের জীবন সবার আগে জবাই দিতে হবে
কুরবানির এই শিক্ষা নিয়ে চলতে হবে ভবে।

অন্যায় যতো জুলুম শোষণ করতে হবে কুরবানি
সুদ ঘুষের ঐ হারাম খাবার বন্ধ করুন এক্ষনি,
শুধু শুধু করো না কেউ বনের পশু কুরবানি
নাইবা পারো ধ্বংস করতে মনের পশুর চুলকানি।

হালাল টাকায় কিনবে পশু ঋন মুক্ত থেকে
বছর জুড়ে খাবে না কেউ গোস্ত জমা রেখে,
গরিবের হক সঠিকভাবে পূরন করতে হবে
তবেই সবার কুরবানিটা আল্লার পথে রবে।

মনে রেখো রক্ত মাংস আল্লাহ কিছুই চায় না
মনের নিয়ত সঠিক হলে সব’টা বৃথা যায় না,
শিক্ষা নিয়ে চলতে হবে খোদার ভালোবাসায়
পশুর আগে বর্জ্য বিবেক বানের জলে ভাসায়।