সুরমা ও কুশিয়ারার নদীর পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

14

স্টাফ রিপোর্টার :
কুশিয়ারা ও সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। গতকাল বুধবার সকাল ৯টায় সুরমা নদীর পানি এ পয়েন্টে বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৯টায় সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৭৪ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আমলসীদ ও শেওলা পয়েন্টেও কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার প্রায় কাছাকাছি চলে এসেছে।
এদিকে, মহানগরীতেও সোমবার রাত থেকে অভিরাম বৃষ্টিপাত হচ্ছে। অব্যাহত এ বৃষ্টিপাতে বুধবার সকালেও বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানি নগরীর অনেক ছড়া-খাল উপচে প্রবাহিত হয়। এদিকে, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের ৫ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব উপজেলা দিয়ে প্রবাহিত নদী দিয়ে বন্যার পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। কয়েকটি উপজেলা সদরেও পানি প্রবেশ করেছে। উপজেলা ৫টি হচ্ছে-গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ। এর মধ্যে কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরে পানি প্রবেশ করেছে।