এডভোকেট তাজ উদ্দিনের মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন

16
দক্ষিণ সুরমার মোমিনখলায় সিলেট বারের আইনজীবী মোহাম্মদ তাজ উদ্দিনের মাতা হাজী খায়রুন্নেছা আহমেদের নামাজে জানাযার একাংশ।

নগরীর দক্ষিণ সুরমার মোমিনখলা নিবাসী মরহুম বশির আহমেদের স্ত্রী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, দৈনিক সিলেটের ডাক এর সাবেক ডেপুটি চীফ রিপোর্টার, সিলেট বারের আইনজীবী মোহাম্মদ তাজ উদ্দিন এর মাতা হাজী খায়রুন্নেছা আহমেদ বার্ধক্য জনিত রোগে গত ২১ জুলাই মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে নিজ বাড়ি ওয়াহিদ মনজিলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ২ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গতকাল ২২ জুলাই বুধবার বাদ জোহর নিজ বাড়ি প্রাঙ্গণে মরহুমা খায়রুন্নেছা আহমেদ এর নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমর নিকট আত্মীয় সিলেট এম.এ.জি ওসমানী মেডিলকেল কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা আহমদ আলী।
জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.কে.এম সামীউল আলম, মহানগর আওয়ামীলীগ নেতা এডভোকেট শামসুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিল, প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুুর রসিদ রেনুু, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সাবেক সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, চ্যানেল এস সিলেট ব্যুরো মঈন উদ্দিন মঞ্জু, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরী, সাইদ নোমান, নূর আহমদ, চীফ ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সহ সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, কোষাধ্যক্ষ আব্দুল খালিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিপন আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল বকস, ব্যবসায়ী রোটারিয়ান আব্দুল মান্নান, শিক্ষক শামসুল আলম, বিএনপি নেতা লোকমান আহমদ, চ্যানেল এস এর ক্যামেরা পার্সন বেলায়েত আহমদ, শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক করিম মিয়া প্রমুখ সহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ।
এদিকে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট বারের আইনজীবী মোহাম্মদ তাজ উদ্দিন এর মাতা হাজী খায়রুন্নেছা আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি শোকবার্তায় মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিনের মাতার মৃত্যুতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি