শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ – আ’লীগ

39

কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার ওপর আস্থা রাখার মধ্য দিয়ে জনগণ সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত চিরতরে ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।
সোমবার দুপুরে ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের অভূতপূর্ব, ঐতিহাসিক বিজয়ে সারা দেশ আনন্দে ভাসছে। আমাদের এ বিজয় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তা, বিগত ১০ বছরের উন্নয়ন অর্জন, শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার আগামীর যে পথ তিনি দেখিয়েছেন, তারই ফল।’
সুষ্ঠু ভোটের জন্য জনগণের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।
আব্দুর রহমান বলেন, ‘দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, এ নির্বাচনে অভূতপূর্ব জয়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। সব উদ্বেগ-উৎকণ্ঠা ম্লান করে দিয়ে এ বিজয় এনে দিয়েছে। টানা তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের জনগণ আওয়ামী লীগকে এ অভাবনীয় বিজয় এনে দিয়ে সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত চিরতরে ভেঙে দিয়েছে এবং জামায়াত-যুদ্ধাপরাধীর অপরাজনীতি-অপশক্তির হাত গুঁড়িয়ে দিয়েছে ভোটের মাধ্যমে।
এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন বর্জনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আবদুর রহমান বলেন, জনগণের দেওয়া রায় তারা প্রত্যাখ্যান করতে পারে না। জনগণের দেওয়া রায় মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।