বিয়ানীবাজারে মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী রুহুলের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

7
বিয়ানীবাজারে মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী রুহুলের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের আব্দুল মতিন খানের ছেলে রুহুল আমিনসহ বালিঙ্গা গ্রামের বিশিষ্ট জনদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও কারাবন্দি এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী রুহুলের মুক্তির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামবাসী।
২০ জুলাই বিকালে বালিঙ্গা এলাকাবাসীর উদ্যোগে বালিঙ্গা শাহী ঈদগার সম্মুখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে এলাকার বিশিষ্ট মুরব্বী সোলেমান খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য আবুল কালাম খান শেখ এর পরিচালনায় বক্তব্য রাখেন- এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল মনাফ খান, জছনু মিয়া চৌধুরী, সৈয়দ দুদুন আহমদ, মজির উদ্দিন খান, গউস উদ্দিন চৌধুরী, শামীম আহমদ খান, বাদল মিয়া চৌধুরী, মতলুব হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাহবুব চৌধুরী, মিসবাহ উদ্দিন খান, নজরুল ইসলাম খান, দেওয়ার হোসেন খান, আলিম উদ্দিন খান, খয়রু চৌধুরী, দুলাল আহমদ চৌধুরী, মুরাদ হোসেন খান, রাশেদ আাহমদ খান, আইনুল হোসেন খান, শাহআলম খান, সৈয়দ আলমগীর,ইমন আহমদ চৌধুরী, শিপলু আহমদ চৌধুরীসহ এলাকার সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, এম সি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী রুহুল আমিন কে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দিয়ে ফাঁসানো হয়েছে। মেধাবী শিক্ষার্থী রুহুল আমিন সহ বালিঙ্গা গ্রামের কয়েকজন বিশিষ্ট জনের উপর মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে কামরুজ্জামান কামরানের ছোট ভাই কবিরুজ্জামান হয়রানি করছে। প্রকৃত আসামি যারা ধরাছোঁয়ার বাইরে। তারা প্রকাশ্যে ঘুরাফেরা করছে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, সিলেট কোর্ট পয়েন্ট এলাকায় অনেক গুলা সিসি ক্যামেরা রয়েছে, যা ভিডিও ফুটেজ সংগ্রহ করলেই প্রকৃত ঘটনা ও আসামি বেরিয়ে আসবে।মানববন্ধনে উপস্থিত সকলের দাবি দ্রুত মেধাবী শিক্ষার্থী রুহুল আমিনের নিঃশর্ত মুক্তি ও অন্যান্যদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার। বিজ্ঞপ্তি