শেখ ফরিদ
তুমি কি অনুভব করতে পাচ্ছো
কারো হৃদয়ে আজ পোড়া গন্ধ,
ওহ তুমি তো পাবে না
কারণ তোমার তো অনুভূতির সব দ্বার বন্ধ।
আচ্ছা তুমি কি আওয়াজ শুনতে পাচ্ছো
কারো বুকজুড়ে বয়ে যাওয়া ঝরণার,
ওহ তুমি তো পাবে না কারণ
তোমার শ্রবণে পৌঁছে না কোন আওয়াজ করুণার।
আচ্ছা তুমি কি দেখতে পাচ্ছো
কারো জন্য একটি মনের কন্দ,
ওহ তুমি কিভাবে দেখবে
তোমার দুচোখ তো আজ অন্ধ।
আচ্ছা তুমি কি ভাবতে পাচ্ছো
একটি মানুষও হয়ে যায় পাথর,
ওহ তুমি কিভাবে ভাববে
তুমি তো নিজের সুখ লাভে কাতর।
আচ্ছা তুমি কি জানো
কারো হৃদয় মন্দির আজো নতুন করে সাজে।
ওহ তুমি কিভাবে জানবে
তোমার তো মনে নতুন কোন ঘন্টা বাজে।
আচ্ছা তুমি কি মানো
কারো ভালবাসার মেঘ তোমার জন্য বর্ণহীন,
ওহ তুমি তো মানবে না
তুমি তো এখন নতুন ছোঁয়ায় হয়েছো রঙিন।