রোটারী অসহায় মানুষকে বাঁচার প্রেরণায় উজ্জ্বীবিত করে — এম এ লতিফ

42

রোটারিয়ান পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ বলেছেন- রোটারিয়ানরা সর্বদা নতুন কিছু করার স্বপ্ন দেখে। সমাজসেবার মাধমে সমাজের চিত্রকে পরিবর্তন করতে তাদের নিরলস প্রচেষ্টা সমাজের দুস্থ অসহায় মানুষদেরকে বাঁচার প্রেরণায় উজ্জ্বীবিত করে। এজন্য রোটারিয়ানদেরকে মানবতার কল্যাণে স্বার্থ ত্যাগ করে কাজ করতে হবে। বর্ণাঢ্য আয়োজনের  মধ্যে দিয়ে রোটারী ক্লাব অব সিলেট সাউথ-এর রোটারী বর্ষবরণ ও নবনির্বাচিত কমিটির প্রথম নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ক্ষমাকান্ত চক্রবর্তীর সভাপতিত্বে গত শনিবার স্থানীয় ফুড প্যালেস চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে ২০১৭-১৮ রোটারী বর্ষের প্রথম নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আলী আকবর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি ড. আর কে ধর,  রোটারিয়ান পিপি মোঃ মতিউর রহমান।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন  রোটারিয়ান পিপি এডভোকেট দ্বীপক রঞ্চন দত্ত, রোটারিয়ান পিপি দিলীপ কুমার দাস চৌধুরী, রোটারিয়ান পিপি বেলায়েত হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান জুবায়ের আহমদ,ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী, ভাইস-প্রেসিডেন্ট  রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান রাজিব এহসান,  রোটারিয়ান আছাদুজ্জামান, রোটারিয়ান মোঃ আশরাফুল হক, রোটারিয়ান আতিকুর রহমান চৌধুরী, রোটারিয়ান বিপ্লব চন্দ্র রায়, রোটারিয়ান মোঃ দিদার ইবনে তাহের লসকর, রোটারিয়ান মোঃ মোশাহেদ আলী, রোটারিয়ান  উজ্জল দাশ, রোটারিয়ান ফাইজ আহমদ বাবর, রোটারিয়ান শামীম আহমদ, রোটারিয়ান জাবেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি