নিয়মিত আদালত চালু করার দাবিতে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীগণের উদ্যোগে গতকাল ২০ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট জেলা জজ কোর্টের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের সিলেট বিভাগীয় স্পেশাল পিপি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মাওলানা আব্দুর রকীব, সিনিয়র আইনজীবী ওবায়দুর রহমান, এডভোকেট আব্দুল গফুর, সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট আলিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলওয়ার হোসেন দিলু, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট দেলওয়ার হোসেন, এপিপি শাহজাহান চৌধুরী, সাবেক ইলেকশন কমিশনার কবির আহমদ বাবর, সাবেক সহ সম্পাদক ইমরান আহমদ, সাবেক সহ সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা, এডভোকেট সফিকুল ইসলাম সবুজ, এডভোকেট ইস্রাফিল আলী, এডভোকেট টিপু রন্জন দাস, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট কুতুব উদ্দিন, এডভোকেট আফজল হোসেন সহ প্রমুখ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উক্ত মানব বন্ধন কর্মসূচিতে আনুমানিক দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক মুমিনুর রহমান টিটু’র পরিচালনায় মানববন্ধনে বক্তাগণ অবিলম্বে ন্যায় ও সুবিচার এর স্বার্থে বিচার প্রার্থী জনগণের ও বাংলাদেশের ষাট হাজার আইনজীবীগণের কথা বিবেচনায় অনতিবিলম্বে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে নিয়মিত আদালতের কার্যক্রম চালু করার জন্য সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবরে আবেদন জানান। বিজ্ঞপ্তি