সিয়াম সাধনার মাস

3

কাজিরবাজার ডেস্ক :
আজ রমজানুল মুবারকের ১৬তম দিবস অতিবাহিত হচ্ছে। কুরআনুল কারীমে সিয়াম সাধনার প্রধান প্রাপ্তি হিসেবে খোদাপ্রেম ও খোদা ভয়কে বোঝানো হয়েছে। অর্থাৎ রোজা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে। বলা হয়েছে লা আল্লাকুম তাত্তাকুন – মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। আজ তাকওয়াদার মানুষের জন্য আল্লাহ সুবহানাহু তায়ালা পরকালে যে অফুরন্ত পুরস্কার ও নিয়ামত রেখেছেন তা কুরআনুল কারীমের আয়াত থেকে আমরা জানব। সূরা দুখানের ৫১-৫৯ নং আয়াতে বর্ণিত হয়েছে : নিশ্চয়ই খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে। উদ্যানরাজি নির্ঝরিণীসমূহে। তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র, মুখোমুখি হয়ে বসবে। এরূপই হবে, আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব। তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে। তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন। আপনার পালনকর্তার কৃপায় এটাই মহাসাফল্য। আমি আপনার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণে রাখে। অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।
আয়াতের এক অংশে বলা হয়েছে একবার মৃত্যুর পর আর কোন মৃত্যু হবে না। অবশ্য এ নিয়ম জাহান্নামীদের জন্যও। কিন্তু সেটা তাদের জন্য অধিক কঠোর যন্ত্রণার কারণ হবে এবং জান্নাতীদের জন্য অধিক আনন্দ ও সুখের বিষয় হবে। কারণ, যতবড় নেয়ামতই হোক, তা বিলুপ্ত হওয়ার কল্পনা নিশ্চিতরূপেই মনে রেখাপাত করে। জান্নাতীরা যখন কল্পনা করবে যে, এসব নেয়ামত তাদের কাছ থেকে কখনও ছিনিয়ে নেয়া হবে না, তখন এটা তাদের আনন্দকে আরও বৃদ্ধি করে দেবে।
(অন্যত্র) নিশ্চয় খোদাভীরু বাগান ও নির্ঝরিণীসমূহে থাকবে। বলা হবে, এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ কর। তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে। সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু এবং ইহাও যে, আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি তাদেরকে ইবরাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন। যখন তারা গৃহে আগমন করল ও বলল: সালাম। তিনি বললেন : আমরা তোমাদের ব্যাপারে ভীত। – সূরা হিজর আয়াত ৪৫ – ৫২।
সূরা নাবাতে আল্লাহ তাকওয়াদারদের স্থায়ী পুরস্কার সম্পর্কে আরও বলেন: অতএব তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমদের শাস্তিই বৃদ্ধি করব। পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য। উদ্যান, আঙ্গুর। সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং, পূর্ণ পানপাত্র। তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না। এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে যথোচিত দান। যিনি নভমন্ডল, ভূমন্ডল এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তার সাথে কথার অধিকারী হবে না। যেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে। এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবে, হায় আফসোস! আমি যদি মাটি হয়ে যেতাম। – সূরা নাবা ৩০- ৪০। আল্লাহপাক আমাদেরকে জাহান্নাম থেকে পানাহ দিন এবং তোমার সুশীতল জান্নাতী ছায়ায় আশ্রয় দান করুন।