বৃষ্টি পড়ে মিষ্টি করে

14

কবির কাঞ্চন

রিমঝিম রিমঝিম শব্দ করে
যেই না বৃষ্টি ঝরে
খেলতে বেরোয় শিশুকিশোর
রয় না পড়ে ঘরে।

মনের সুখে স্বপ্ন আঁকে
মেলে তাদের দৃষ্টি
বৃষ্টি পড়ে মিষ্টি করে
কী অপরূপ সৃষ্টি।

আসছি বলে আবার খেলে
মিথ্যে বলে মাকে
একটু পরেই সব ভুলে যায়
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে।

রঙবেরঙের কাগজ কেটে
ডিঙি নৌকা ভাসায়
পাগলপারা হয় যে তারা
সুখ কিনিবার আশায়।