মজনু মিয়া
আকাশ থাকে ভারী হয়ে
কালো মেঘের ভেলায়,
বাতাস এসে এদিক ওদিক
যায় নিয়ে যায় ঠেলায়।
ঝমঝমিয়ে পড়ে বৃষ্টি
ব্যাঙের ডাকাডাকি,
নয়া পানি পেয়ে নাচে
শিশু পাকাপাকি।
কচুপাতার পানির মতো
পদ্মপাতার পানি,
বৃষ্টি হলেও যায় গড়িয়ে
থাকে না তা জানি।
ছাতা মাথায় চলছে মানুষ
তাই না দেখে খোকা,
কলাপাতার বানায় ছাতা
নয় সে কভু বোকা।