জিল্লুর রহমান পাটোয়ারী
উজান থেকে এলো রে জল,
বন্যা নামের ছল –
জমাজমি ক্ষেতের ফসল,
সব করেছে তল।
গরু ছাগল হাঁস মুরগী,
সবই গেলো ভেসে –
উজানি জল তার বাহুবল,
রাখছে যেন ত্রাসে।
কেড়ে নিলো বসত ভিটা,
মাথাগোঁজার ঠাঁই –
নিঃস্ব এখন সব হারিয়ে,
দমটুকু আর নাই।
বন্যার জল উজানি ঢল,
এমনি করে হানে –
বছর বছর সব কেড়ে নেয়,
উজানি ঢল বানে।