একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে বিজয় মিছিল বের করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ৩ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া আনন্দ মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শরিক হন। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিক আওয়ামী লীগ। এ সংগঠন সরকারে থাকলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়। বিগত তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের কাছে উন্নয়ন দৃশ্যমান করেছেন। এজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বিপুল ভোট ও আসন দিয়ে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় পাঠিয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আ’লীগ নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। তিনি রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিজয় মিছিল ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা আলহাজ আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, নুরুল ইসলাম পুতুল, আনোয়ার হোসেন আলাওর, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক, এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, কবির উদ্দিন আহমদ, ডা. আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী, এডভোকেট আজমল আলী, মজির উদ্দিন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এডভোকেট রঞ্জিত সরকার, বিধান কুমার সাহা, জগদীশ চন্দ্র দাস, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, মহানগর কৃষকলীগের সভাপতি মুমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা কৃষক লীগের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব সুজন দেবনাথ, মহানগর তাঁতী লীগের আহবায়ক নোমান আহমদ ও সদস্য সচিব আবুল হাসনাত বুলবুল প্রমুখ। বিজ্ঞপ্তি