শাদমান শাবাব শাবি থেকে :
জমকালো সব আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইকোক্সিবিট ২.০’। সাস্ট ইকোনমিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অর্থনীতি বিভাগ। এ সময় অর্থনীতি বিভাগের সাহিত্য সাময়িকী শব্দশৈলী’র নবম সংস্করণের মোড়কও উন্মোচন করা হয়।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন এবং সাহিত্য সাময়িকী শব্দশৈলীর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন ও প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাহিত্য সাময়িকী শব্দশৈলীর মোড়ক উন্মোচন শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একক ও দলীয় গান, নৃত্য, আবৃত্তি আর নাটক দিয়ে সাজানো হয় এই পর্ব। এ সময় শিক্ষার্থীদের নান্দনিক সব পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে শাবির কেন্দ্রীয় মিলনায়তন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষের শিক্ষাটা আমাদের প্রাথমিক শিক্ষার জায়গা তৈরি করে দেয়। দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হলে শ্রেণিকক্ষের শিক্ষার বাহিরে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করা দরকার। সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে শিক্ষার্থীদের জড়তা দূর হয়।