আমার জন্মভূমি

21

কাঞ্চন দাশ

আকাশ পানে চেয়ে দেখ
নীল আকাশের তারা
পাহাড় থেকে নেমে আসে
এমনি ঝর্ণা ধারা।

ভোরের পাখি ডাকছে ভীষণ
মন উড়ে যায় পাঠে
নাও নিয়ে যেতে ইচ্ছে করে
খেয়া নদীর ঘাটে।

পদ্ম কমল শাপলা ফুটে
নদীর ধারে ধারে
কদম ফুলে ভরে গেছে
উঠানের দুই পাড়ে।

সকাল হলে মৌমাছি আর
সন্ধ্যে হলে জোনাকি
এই তবে আমার জন্মভূমি
তোমরা দেখেছ নাকি?

মোদের জন্ম মোদের আশা
আমার দেশের ভালোবাসা
কোথাও পাইবে নাকো ভাই
তাইতো মোরা নিজ দেশকে
ভালোবেসে যায়।