দুর্গা পূজা উপলক্ষে অর্থমন্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান ॥ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

53

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাংসদ সদস্য আব্দুল মাল আবদুল মুহিত এর ব্যক্তিগত তহবিল থেকে সিলেট মহানগর ও সদর উপজেলার ১০৩টি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পূজা অনুষ্ঠানে আনন্দবর্ধনে মোট ১০ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
গত ১২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, ড. এ. কে. আব্দুল মোমেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, আওয়ামীলীগ নেতা আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য্য জনি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সদস্য রজত কান্তি ভট্টাচার্য্য, মহানগর পূজা পরিষদের সভাপতি সুব্রত দেব, সহ সভাপতি মলয় পুরকায়স্থ, প্রদীপ দেব।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে সিলেট মহানগরীর সকল সার্বজনীন পূজা মন্ডপ, সিলেট সদর উপজেলার সার্বজনীন পূজা মণ্ডপের প্রতনিধিরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কান্দিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, গোগলগাও ইউনিয়ন চেয়ারম্যান হিরণ মিয়া, সিলেট সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি নিলেন্দু দে অনুপ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা। বিজ্ঞপ্তি