জগন্নাথপুরে ঘরে বসে খাদ্য পেয়ে পানিবন্দী মানুষের মুখে হাসি

9
জগন্নাথপুরে ত্রাণ বিতরণ করছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ শরিফুল ইসলাম।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে বন্যায় পানিবন্দী মানুষের মধ্যে সরকারি ভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নার এর নির্দেশে ১৫ জুলাই বুধবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এলাকার ৪০টি বন্যার্ত পরিবার ত্রাণ দিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ শরিফুল ইসলাম। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-প্রকৌশলী সাইফুদ্দিন খান, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল হোসেন, শিক্ষক ছব্বির আহমদ চৌধুরী, আ.লীগ নেতা রাদেশ দেবনাথ, সমাজকর্মী মাসুদ আহমদ তালুকদার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সরকারি আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্ত পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন, ২ কেজি চিড়া ও ৫০০ গ্রাম নুডলস করে বিতরণ করা হয়। অন্যান্য আরো ২০ পরিবারে শুধু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণ করা হয় বিভিন্ন ধরণের ব্যবহার সামগ্রী। এদিকে-ঘরে বসে সরকারি খাদ্য ও ব্যবহার সামগ্রী পেয়ে পানিবন্দি অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।