স্পোর্টস ডেস্ক :
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাস বন্ধ ছিল ক্রিকেট। পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বাইশ গজে ফিরছে ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পর এবার শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেট লিগ (সিপিএল)। আগস্ট থেকে শুরু হবে এই লিগ। তবে কড়াকড়ি নিয়মের মধ্যে মাঠে নামতে হবে বলে জানিয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্থানীয় সরকার।
সিপিএল কর্তৃপক্ষ জানায়, করোনা ঝুঁকির কারণে খেলা চলাকালীন মানতে হবে বেশকিছু বিধিনিষেধ। খেলতে হবে স্বাস্থ্যবিধি মেনে। দলগুলোর খেলোয়াড়, মালিক, কর্মকর্তা সবাইকে ত্রিনিদাদে পৌঁছে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারিন্টিনে।
করোনা ঝুঁকির কারণে মাত্র দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। পরিস্থিতি বিবেচনা করে সব খেলা রাখা হয়েছে কাছাকাছি সময়ে। তবে টুর্নামেন্ট চলাকালীন ক্লাব এবং ক্রিকেটারদের অনেকটা ঘরবন্দীই থাকতে হবে বলে জানিয়েছে আয়োজকরা। তবে কোন ক্লাবের কারো মাঝে কোভিডের লক্ষণ দেখা দিলে তাদের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে বলেও জানায় তারা।
আফগান লেগ স্পিনার রশিদ খান, কিউই ব্যাটসম্যান রস টেইলর, ক্যারিবিয়ান ক্রিকেটার কার্লোস ব্রাথওয়েট ইতিমধ্যে বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেলেছেন। এছাড়া প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রবীণ তাম্বে সিপিএলে খেলতে যাচ্ছেন। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই লেগ স্পিনার। এর আগে সিপিএলের সাতটি আসর গড়িয়েছে। তবে এখন পর্যন্ত কোন বাংলাদেশি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি।
ছয়টি ফ্রাঞ্জাইজি ক্লাবের অংশগ্রহণে ১৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা রয়েছে সিপিএলের এবারের আসর।