শিল্পকলা একাডেমির আয়োজনে ও সম্মিলিত নাট্য পরিষদের সহযোগিতায় রূপসজ্জা কর্মশালার উদ্বোধন

43

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সহযোগিতায় গতকাল থেকে সারদা হল সংলগ্ন নাট্য পরিষদ মহড়া কক্ষে ৩ দিন ব্যাপী রূপসজ্জা কর্মশালার উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ও আর.ডি.সি জনাব কাজী আরিফুর রহমান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সিলেটের রূপসজ্জা শিল্পী-নির্দেশক আমিরুল ইসলাম বাবু, প্রশিক্ষক শুভাশীষ দত্ত তন্ময়, নাট্যালোক সিলেট এর সভাপতি খোয়াজ রহিম সবুজ প্রমুখ। নাট্য পরিষদ এর সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত এর সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন একটি নাটকে একজন রূপসজ্জা শিল্পীর গুরুত্ব অনেক। তিনিই অভিনেতাকে দর্শকের সামনে চরিত্র অনুযায়ী উপস্থাপন করে থাকেন। তাই প্রত্যেক নাট্যদলে একজন করে রূপসজ্জা শিল্পী থাকা উচিত। সিলেটের নাট্যাঙ্গণের উন্নতিকল্পে সম্মিলিত নাট্য পরিষদের এই ধরনের আয়োজন প্রতিটি নাট্যদল উপকৃত হবে এবং একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত রূপসজ্জা শিল্পী পাবে। বক্তারা এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সম্মিলিত নাট্য পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে বক্তারা এই ধরনের আয়োজনে সম্পৃক্ত থাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, উক্ত কর্মশালায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর অর্ন্তভুক্ত দলসমূহ থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি