জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সামাজিক ছাত্র সংগঠন স্টুডেন্টস কেয়ার এর উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সবুজ সাথী প্রজেক্ট এর আওতায় জগন্নাথপুর পৌর এলাকা ও অন্যান্য ইউনিয়নের ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। এর মধ্যে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেন স্টুডেন্টস কেয়ার এর নেতৃবৃন্দ। তাঁদের বৃক্ষরোপণ কার্যক্রম সর্বত্র হচ্ছে প্রশংসিত।
স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর এর সভাপতি মাছুম মিয়া বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি জগন্নাথপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে। পৃথিবীকে সবুজ ও প্রাণবন্ত করে তুলতে ভবিষ্যতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।