স্টাফ রিপোর্টার :
নগরীর লালদীঘিরপারের হকার্স মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও রাখার দায়ে ১৩টি দোকানে ১ লাখ টাকা জরিমানা এবং ১টি দোকানকে সিলগালা করা হয়েছে। এ সময় অন্ততঃ ১৫ মেট্রিক টন পলিথিন জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে এমরান হোসেন বলেন- গোপন সূত্রে খবর পেয়ে লালাদীঘিরপারের হকার্স মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও রাখার দায়ে ১৩টি দোকানে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা এবং ১টি দোকানকে সিলগালা করা হয়েছে। জব্দ করা হয়েছে অন্তত ১৫ মেট্রিক টন পলিথিন। এগুলো পরবর্তীতে জ¦ালানো হবে। পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে বলে জানান মোহাম্মদ এমরান হোসেন।