সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সম্মানে বাংলাদেশ পল্লী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) নগরী একটি অভিজাত হোটেলে সামাজিক এই সংগঠনের আমন্ত্রণে সিলেটের ২০টি অধিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ এ কে এম মনোওর আলী। এসময় তিনি বলেন, তরুণরা আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্বে আসবে তাই তরুণসমাজকে মেধার চর্চায় নিয়োজিত থাকতে হবে। সিলেটে যেসব সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা আছেন তারা মানবিককাজে সবসময় শীর্ষে রয়েছেন। বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহানের মতো যেসব তরুণরা কাজ করছেন তাদেরকে আরো ত্যাগ ও মহিমা নিয়ে এগিয়ে যেতে হবে।
সাংবাদিক ও সংগঠক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু।
আয়োজক সংগঠনের সহসভাপতি আবু আসাদ চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহখুররম ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মুহাঃ শরীফ উদ্দীন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ইউপি সদস্য ও কবি শফিক আহমদ পিয়ার, মানবাধিকার কর্মী ও সমাজসেবক মধু মিয়া, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আবুল কাশেম।
বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজ রিপোর্টস ইউনিটির সভাপতি ইমরান ইমন, ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ অপু, প্রতিশ্রæতি বিজ্ঞান – সাহিত্য পর্ষদের সাধারণ সম্পাদক জেনারুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা এমসি কলেজের সভাপতি সুমন মিয়া, শিক্ষার্থীর পাশে সারাবছর যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার শামীম, ব্রাইট সিলেটের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উদ্দীপ্ত সিলেটের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ইউনাইটেড বøাডগ্রæপের সাধারণ সম্পাদক জুনায়েদ আল হাবিব, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলাম, মোহনা সাংস্কৃতিক সংগঠনের আব্দুর রহমান মুন্না, বিশ্বনাথ উপজেলা তালামীযের সভাপতি হোসাইন আহমদ রাজন, সুখিপুর ইউনাইটেড সোসাইটির সভাপতি শেখ হাবিবুর রহমান, ক্রিকেট অসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমেল, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন নিউজের সিলেট প্রতিনিধি নাজাত আহমদ পুরকায়স্থ, ইমরান আহমেদ জিবন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রুপক দাশ, ইতালী পালেরমো ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন টিপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, অধিকারকর্মী রাজেল আহমেদ, বাংলাদেশ পল্লী ফোরামের শেখ আব্দুল আজিজ, সাইফুদ্দিন সাইফ, আব্দুল মুতালিব, জামিল আহমদ, সাহেদ আহমদ শিপু, দেলোয়ার হোসেন জুনেদ, মোহাম্মদ রুহুল আমিন, আহমাদ আবরার জাহিন, মোহাম্মদ নুরুল আলম, বদর উদ্দিন কামরান, এনামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি