কানাইঘাটে সুরমা নদীতে তলিয়ে যাওয়া গরু রাখাল নিখোঁজ

9
কানাইঘাটে সুরমা নদীতে তলিয়ে যাওয়া মনাফের খুঁজে তল্লাশি চলছে। (ইনসেটে) মনাফের ফাইল ছবি

কানাইঘাট থেকে সংবাদদাতা :
মঙ্গলবার সকাল অনুমান ৮টার দিকে কানাইঘাটে গরু নিয়ে সুরমা নদী পাড়ি দেয়ার সময় পানির স্রোতে তলিয়ে যাওয়া আব্দুল মনাফের কোন সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায় নি। সিলেট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কয়েক ঘন্টা ঘটনাস্থল সুরমা নদীর লোভারমুখ নামক স্থানের আশপাশে ব্যাপক তল্লাশী চালিয়ে সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া করডি গ্রামের আজির উদ্দিনের ছেলে গরু রাখাল আব্দুল মনাফ (১৯) এর সন্ধান পাওয়া যায় নি।
জানা যায়, আব্দুল মনাফ মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজের পরিবারের কয়েকটি গরু সুরমা নদীর লোভারমুখ থেকে স্থানীয় মেচার চরে চরানোর জন্য সুরমা নদী পার হওয়ার সময় সে নদীর স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ব্যাপক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পান নি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে সংবাদ দিলে ডুবুরি দলের সদস্যারা দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তল্লাশী করে মনাফকে জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধার করতে পারে নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাননি তার স্বজনরা। ধারনা করা হচ্ছে তার সলিল সমাধি ঘটেছে। মনাফের কোন সন্ধান না পাওয়ায় তার পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে মাতম চলছে।