গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক অধ্যক্ষ লে: কর্ণেল (অব.) আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম আহবায়ক, সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক যুক্ত বিবৃতিতে সম্প্রতি গণমাধ্যমে আসা গ্যাসের মূল্য ৬৬ শতাংশ বৃদ্ধির সংবাদে গভীর উদ্বেগ উৎকন্ঠা ও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার বিদ্যুতের লোডশেডিং বন্ধে বড় সাফল্য দেখিয়েছেন। তা ইতিমধ্যে সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় গণমতকে উপেক্ষা করে বার বার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি হওয়ার ফলে লক্ষ লক্ষ অসহায় গ্যাস বিদ্যুৎ গ্রাহকরা বড়ই পেরেশানির মধ্যে জীবন যাপন করছেন।
অন্যদিকে গ্যাসের সিলিন্ডারের মূল্য বেশী দামে ক্রয় করতে হচ্ছে। যা দেখার ও বলার কেউ নেই। নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধি নয় বরং গ্যাস ও বিদ্যুতের মূল্য অবিলম্বে কমানোর জোর দাবী জানিয়ে বলেন, ব্যাংক খাতে খেলাপী ঋণের ৪৯ হাজার কোটি টাকা ও আয়ের সাথে সংগতিহীন দুর্নীতিবাজ, রাজনৈতিক, আমলা ও ব্যবসায়ীদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তিকী দেয়ার জন্য সরকারের নিকট তারা জোর দাবী জানান।
আগামী ৮ই মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জিন্দাবাজারস্থ প্রীতিরাজ রেস্তোরার ৩য় তলায় অত্র সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আহবায়ক কমিটির সকল সম্মানিত সদস্য ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী। বিজ্ঞপ্তি