রং

37

আইরিন আসাদ

রং এর মেলা বসত এখন
আমার মনে অগাদ।
মনের মাঝে যা আছে রঙ
সবই তো তোমার দেয়া মনিহার।
কিছু রং দিয়ে কষ্ট কমাতে চাই
তোমার ঐ কালো মনের আঁধার।
যে মনে আছে শুধু কষ্টের সমাহার
নেই কোন স্বপ্ন আছে শুধু তোমার
সামনের ভবিষ্যৎ কালো পাহাড় ।
বিষাদ ভরা ঐ চোখে তোমার
আনিন্দ মুহুর্ততেও মনে লাগে অসার।
দাও যদি তুমি আমায় তোমার মনের অধিকার
ভরিয়ে দিবো তোমায়, আমার মনের রংঙের বাহার।

প্রদীপ
আশার প্রদিপ নিয়ে
একা বসে নিরবে
অপেক্ষার মালা আর
ভালোবাসার কাব্য নিয়ে।
ভালোবাসা সবাইকে
নাকি হাসতে শিখায়
তোমার ভালেবাসাতো
আমায়কাঁদতে শিখায়।
যতোটুকু ভালোবাসার সুখ
দিয়েছিলে তুমি আমায়
তার চেয়ে বেশী
কষ্ট দিয়ে গেলে আমায়।