জগন্নাথপুরে শিল্পপতি শফিকুল আহমদ ভূঁইয়া আর নেই, বিভিন্ন মহলের শোক

5

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার প্রিয়মুখ বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শফিকুল আহমদ ভূঁইয়া আর নেই। তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের প্রয়াত আবদুল খালিক এর ছেলে। ১২ জুন রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ খবর জগন্নাথপুরে ছড়িয়ে পড়লে সর্বত্র বইছে শোকের মাতম।
এদিকে-আলহাজ্ব শফিকুল আহমদ ভূঁইয়ার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ মতিউর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সামাদপুত্র আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট শফিকুল আলম, সৈয়দ আবুল কাশেম, পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ সাবির মিয়া, আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক প্রশাসক মোঃ মুকিত মিয়া, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, সাবেক চেয়ারম্যান হারুন রশীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, পৌরসভার ভারপ্রাপ্ত প্যানেল মেয়র সুহেল আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাধারণ সম্পাদক কবির মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুহেল আহমদ প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।