কমলগঞ্জে মণিপুরী দুস্থ মানুষদের পাশে মণিপুরী দুর্যোগ ত্রাণ তহবিল

9
কমলগঞ্জ উপজেলার মণিপুরী অধ্যুষিত ১৪টি গ্রামে বসবাসরত করোনা মহামারির দুর্যোগে বিপর্যস্ত ১৭০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
করোনা দুর্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ‘মণিপুরী দুর্যোগ ত্রাণ তহবিল।’ সংগঠনটির উদ্যোগে শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মণিপুরী অধ্যুষিত ১৪ টি গ্রামে বসবাসরত করোনা মহামারীর দুর্যোগে বিপর্যস্ত ১৭০ টি পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ২০০ গ্রাম দুধ. ৫০০ গ্রাম হুইল পাউডার, ১টি সাবান ও ১টি সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি করোনা ভাইররাস সম্পর্কে উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মনে চলার আহবান জানানো হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অরুণ কুমার সিংহ, সদস্য সচিব সমরেন্দ্র সিংহ, সদস্য অশোক কুমার সিংহ, সমরজিৎ সিংহ, নীল কুমার সিংহ (নীলু), প্রবীত সিংহ, হরি কুমার শর্মা, প্রণব কুমার সিংহ, সোনাবরণ সিংহ, সুবল সিংহ, রাজ বাবু সিংহ, সুমন্ত কুমার সিংহ, অনিল কুমার সিংহ, স্বপন সিংহ, কে. বিশ্বজিৎ প্রমুখ।