শিহরণ

14

শিমুল হোসেন শূন্য

শিহরণে জেগে উঠি
শিহরণে কেঁপে উঠি।
যখনি দেখি তোর ঐ মায়াময় দুটি নেত্র
অপলক চাহুনিতে হারিয়ে যাই দিগন্তে
সীমাহীন তীক্ষ্ম সেই দৃষ্টির সীমান্তে;
ও যেন আয়তক্ষেত্র।

শিহরনে জেগে ওঠে অস্থির এ মন
যৌবন উত্তাপে রটে দেহে আলোড়ন।
যখনি দেখি তোর ঐ মিষ্টি মৃদু হাসি
গোলাপী ঠোঁটের আভা,
নিমেষে প্লাবিত জল ছল-ছল অঙ্গে
উত্তপ্ত তরল লাভা।