মহিউদ্দিন বিন্ জুবায়েদ
আকাশ পানে মেঘ জমেছে
পয়লা আষাঢ়
খেত খামারে চেয়ে আছে
জলে ভাসার।
কানায় কানায় ভরবে জলে
ব্যাঙের খেলা
ঘা তু ঘু তু ডাকবে স্বরে
বসবে মেলা।
পয়লা আষাঢ় বৃষ্টি পড়া
আগাম দুপুর
ঝর ঝরে ঝর বৃষ্টি ফুটা
খুকুর নুপুর।
ভেলায় চড়ে আনন্দে মন
খেয়া মাঝি
পয়লা আষাঢ় খেয়া বাইতে
খোকন রাজি।