নগরীর তেররতনে সংঘর্ষে আহত ৪ ,আটক ২

16

স্টাফ রিপোর্টার :
নগরীর তেররতনে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে বাদল (২২) নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। গুরুতর আহত বাদলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে তার শরীরে অস্ত্রোপাচার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এর আগে বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় পশ্চিম তেররতনে বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে জানা যায়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পশ্চিম তেররতনের একটি মুদি দোকানের সামনে সিনিয়র জুনিয়র নিয়ে কথাকাটির একপর্যায়ে সংঘর্ষে বেঁধে যায়। এ সময় চারজন আহত হয়। আহতরা হলেন বাদল (২২) পিতা: জিয়াউল হক, সাং ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ। বর্তমানে লাভলু মিয়ার কলোনী, পশ্চিম তেররতন, উপশহর, হিরন মাহমুদ (২০), পিতা: রফিকুল ইসলাম, সাং: চেঙ্গাইয়া, দোয়ারাবাজার, সুনামগঞ্জ। বর্তমানে উপশহর জে ব্লক, ১নং রোড়, শিপলু মিয়ার কলোনী, অন্তর খাঁন (২০) পিতা: তরমুজ খাঁন, সাং : অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। বর্তমানে রমজান মিয়ার কলোনী, পশ্চিম তেররতন, উপশহর, টিপু মিয়া (২১) পিতা: সবুজ মিয়া, সাং : অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। বর্তমানে রফিক মিয়ার কলোনী, শিবগঞ্জ। আহতদের মধ্যে বাদলের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় আহত বাদল মিয়ার পিতা বাদী হয়ে শাহপরাণ (রহ.) থানায় ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে এসএমপি’র শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) আং কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর উপশহর এলাকার তেররতনে মারপিটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন।