যুক্তরাজ্য প্রবাসী, প্রবীণ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বনাথ ও লন্ডন শাখার আওয়ামীলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজ সেবক মরহুম আবুল গৌছ চৌধুরী নামক ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
উপলক্ষে গত ১৭ মে নগরীর প্রায় ৫ শতাধিক গরীব, দুস্থ, ও দিনমজুর পরিবারের মধ্যে রমজান ও ঈদ খাদ্য বিতরণ করা হয়েছে। ১৯ মে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ জেলা হাসপাতালে, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুস সবুর মিয়া কাছে করোনা রোগীর ও হসপিটালের ডাক্তার, নার্স ও কর্মচারি মাঝে ইফতারি বিতরণ করা হয়।
এর আগে গত ৩ এপ্রিল মরহুম আবুল গৌছ চৌধুরীর ছেলে আবুল হাদীর প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন সিলেটি বয়েজের উদ্দ্যোগে ৩৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা করা হয়। সিলেটি বয়েজ গত ১০ বছর যাবত ধরে গরীব, নিঃস্ব, ও সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্নভাবে সাহায্য ও সহায়তা করে আসছিলো এবং ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল হওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলো।
এ বিষয়ে ফাউন্ডেশনের কর্ণধার এবং মরহুমের বড় ছেলে গয়াস মিয়া বলেন, আমাদের বাবা একজন মহান রাজনীতিবিদ ছিলেন, তিনি আমৃত্যু দেশের জনগণের সেবা করে গেছেন। আমরা তার আদর্শ, স্মৃতি ও স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের সেবায় তিনি যেমন নিজেকে উজাড় করে দিয়েছিলেন আমরাও সেভাবে মানবসেবায় নিজেদের নিয়োজিত করবো।
এছাড়া তিনি আরো বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। মহান আল্লাহ তায়ালা যেনো আমাদের এই পরিশ্রম ও সহায়তাকে কবুল করেন। পৃথিবী যে মহামারীর সম্মুখীন হয়েছে তা থেকে যেনো সবাইকে উদ্ধার করেন। আর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আমাদেরকে আর্থিক, শারীরিকও মানসিক ভাবে সহায়তা করেছেন। বিজ্ঞপ্তি