তুহীন বিশ্বাস :
আমি এক আকাশ মুক্তো দিব তোমায়
যদি এক চিমটি বিশ্বাস দাও আমায়।
যদি জমিয়ে রাখো ফোঁটা নয়ন জল
বুঝবো তবে নাই সেথা এক বিন্দু ছল।
কষ্টগুলো আমায় দিয়ে সুখ তুমি নাও
নষ্টের বোঝা বইব আমি যদি শুদ্ধ হও।
সহজ কথা সহজ করে বলে দিলাম ভাই
হিসাব এবার পোক্ত কর তবু তোমা চাই।