ছাতকে একদিনে ১২ জন করোনা পজেটিভ শনাক্ত

29

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে একদিনে রেকর্ড পরিমাণ সর্বোচ্চ ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন ১২ জনসহ এখানে মোট ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নতুন শনাক্ত করোনা পজেটিভ ১২ জনই উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একজন ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ও একজন আওয়ামীলীগ নেতা রয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক দেয়া তথ্য অনুযায়ী জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের বাসিন্দা ৪ জন, রাউলী গ্রামে ৩ জন, জাউয়ায় ১ জন, লক্ষণসোম গ্রামে ১ জন, খিদ্রাকাপন গ্রামে ১ জন এবং স্কয়ার ফার্মার বিক্রয় প্রতিনিধি ১ জন। বুধবার পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত ৩৯ জনের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে নিয়মিত সর্বোচ্চ সেবা প্রদান এবং সংক্রমণ প্রতিরোধে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকল নেতিবাচক প্রভাব তুলে ধরে প্রচার কার্যক্রম চলছে। মোবাইল ফোনের মাধ্যমে ঘরে থাকা মানুষদের স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। বুধবার জাউয়া এলাকায় থানা পুলিশকে সাথে নিয়ে সতর্কতামূলক প্রচারণায় তিনি নিজে অংশ নিয়েছেন।