এইচ এম কবির আহমেদ
ধন্য আমি জন্ম আমার
স্বাধীন সবুজ দেশে,
সব পেয়েছি মাগো আমি
তোমায় ভালোবেসে।
মাগো তোমায় করতে স্বাধীন
প্রাণ দিয়েছে যারা,
লাল পতাকার বৃত্ত হয়ে
খাচ্ছে যে দোল তাঁরা।
বুক-ফাটা ওই কান্না মাগো
আঁচল ছেঁড়া হাসি,
ডিসেম্বরে বিজয় মালায়
ঢেউ তুলে সুখ-রাশি।
একাত্তরে লক্ষ-প্রাণে
পেলাম মাগো তোমায়,
নিত্য নতুন সূর্যোদয়ে
দিচ্ছ কিরণ আমায়।