কাজিরবাজার ডেস্ক :
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া এই বছরের হজ্বযাত্রা বাতিল ঘোষণা করেছে। মঙ্গলবার দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারি নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট এই খবর জানিয়েছে। উল্লেখ্য, সৌদি আরব কর্তৃপক্ষ ইতোমধ্যে পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত হজ্ব ও ওমরাহ পালন বন্ধ রেখেছে।
ইন্দোনেশিয়া থেকে প্রতি বছর কয়েক লাখ মুসলিম সৌদি আরবে হজ্ব করতে যায়। তবে দেশটির এক জন নাগরিক সারা জীবনে হয়তো একবারই হজ্ব করতে যাওয়ার সুযোগ পান। কোটা পদ্ধতির কারণে সেখানে গড়ে প্রত্যেক নাগরিককে ২০ বছর অপেক্ষা করতে হয়।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফখরুল রাজি জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এই বছর হজ্ব বাতিল করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ্ব হজ্ব হবে এবার।
এই বছর ইন্দোনেশিয়ার হজ্বযাত্রীদের জন্য কোটা বরাদ্দ করা হয় দুই লাখ ২১ হাজার জনের। ইতোমধ্যে এর ৯০ শতাংশই নিবন্ধন সম্পন্ন করে ফেলেছেন।
ছয় বছর অপেক্ষার পর এবার হজ্বে যাওয়ার সুযোগ পেয়েছিলেন টেলিযোগাযোগ কোম্পানির কর্মকর্তা দেওয়ি। নিবন্ধনও করে ফেলেছিলেন তিনি। তবে হজ্বযাত্রা বাতিল হয়ে যাওয়ার খবরে স্বস্তি পাওয়ার কথা বলেন তিনি। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হলে আমি মেনে নেব। সর্বোপরি আমি বিশ্বাস করি যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই হয়।