খুব মনে পড়ে

64

মোঃ শাহাবুদ্দীন সম্রাট

আমার যে খুব মনে পড়ে তোকে!
বৃষ্টি ভেজা ভোরে,
আমার ক্লান্তি মাখা দুপুর,
অস্ত রবির আভায় রাঙা
শেষ বিকেলে,

বিরহী গোধূলিতে নিঃসঙ্গ একা-
হেঁটে যেতে যেতে মেঠো পথে,
আমার যে খুব মনে পড়ে তোকে!
তোর কি এমন করে মনে পড়ে তারে?
সকাল দুপুর কিংবা সন্ধ্যা সাঁঝে,

গভীর রাতের কোলে- খুব গোপনে,
তোর কি এমন করে মনে পড়ে তারে?
নরম বিছানায় গা এলিয়ে,
ঘুম জড়ানো দুচোখ জুড়ে,
তুই কি কভু দেখিস তারে?

তোকে ছেড়ে যে গেছে চলে,
যাকে ফেলে এসেছিস পায়ে দলে,
হাজার ক্রোশ পথের দূরে,
সাত সমুদ্দুর তেরো নদী পারে!
মনে কি পড়ে তারে?

তোর স্মৃতির সাথে কথা কইতে কইতে,
যখন আমার দুচোখ ভিজে-
গন্ড বেয়ে অশ্রু ঝরে,
তোরও কি চোখ ভিজে যায় জলে!
তোর কি এমন করে মনে পড়ে তারে?
কি করব বল!
আমার যে খুব মনে পড়ে তোকে!