কাব্য কবির
খোকা নামের একটি ছেলে
টুঙ্গিপাড়া বাড়ি,
সারা বাংলায় মিশে আছে
হাসি যেন তারই।
এই ছেলেটির মুখের কথায়
হাসি ছড়ায় ধানে,
এই ছেলেটি ফুটে থাকে
বিশ্ববাসীর প্রাণে।
এই ছেলেটির ঘুম যে ভাঙে
দোয়েল পাখির ডাকে,
এই ছেলেটি মিশে থাকে
পদ্ম ফুলের ফাঁকে।